Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আড়াইহাজারে মা মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৮:০৭ পিএম


আড়াইহাজারে মা মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

আড়াইহাজারে মা মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি উপজেলা সদরের পান্না বাড়ৈপাড়া গ্রামে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঘটলেও এ বিষয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই সময় পান্না বাড়ৈপাড়া গ্রামের মো. লোকমানের বোন আনু বেগম (৪৫) ও ভাগনি শিউলী আক্তার (২২) তাদের বাড়ী থেকে পার্শ্ববর্তী হারুণ গংদের বাড়ীর পাশে দিয়ে দোকানে সওদা আনার জন্য যাচ্ছিলেন। এমন সময় হারুণসহ ৩-৪ জন মিলে তাদেরকে পূর্ব আক্রোশের বশবতী হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং শিউলী আক্তারকে পরনের কাপড় ধরে টানা হেঁচড়ার মাধ্যমে শ্লীলতাহানি করে। তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মোঃ লোকমান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসএম

Link copied!