Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তেঁতুলিয়ায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ৫

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৮:৩০ পিএম


তেঁতুলিয়ায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদিসহ পাঁচ জুয়ারি আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহী পাড়া বাজার হাইওয়ে রোড সংলগ্ন শ্রমিক ইউনিয়ন অফিসের টিনশেড ঘরের মধ্যে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (২৮), নাজমুল হক (৩১), রুবেল রানা (৩৬), হারুন আর রশিদ (২৪) ও কমিজ উদ্দিনকে (২৮) আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমানুল্লাহ পুলিশের একটি টিম নিয়ে বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের অফিসে অভিযান চালিয়ে এই পাঁচ জন জুয়ারিকে আটক করে।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের অফিসে অভিযান চালিয়ে  পাঁচ জন জুয়ারিকে আটক করা হয়েছে এসময় তাদের কাছ থেকে ৫২ টি  বিভিন্ন ফোটার তাস এবং মোট নগদ অর্থ  ৪২৬৫ টাকা জব্দ করা হয়।

এসএম

Link copied!