Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:০৩ এএম


চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা। টেক্সটাইল ডাই স্টাফ কেমিক্যালের রং ঘোষণা দিয়ে ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড এসব সিগারেট আমদানি করেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) শাখা আমদানিকৃত পণ্য চালানটি আটক করেন।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্য চালানটির রপ্তানিকারক, দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বিবরণ ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। পরে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভেলো পিওর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাইসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, পণ্যচালানটিতে ৮৪৯ কার্টনে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা। তবে আমদানিকারক এ প্রতরণার মাধ্যমে ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। আমদানিকারকের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কেএস 

Link copied!