Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টার হরতাল স্থগিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৪:৫৩ পিএম


রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টার হরতাল স্থগিত

রাঙ্গামাটি শহরে ৯ ঘণ্টা পর ৩২ ঘণ্টার হরতাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষাপত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার পরই রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ বৈঠক করে রাঙ্গামাটি শহরে হরতাল স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পত্রে বুধবারের কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।

পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙ্গামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা হরতাল পালন করা হয়। শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ পিকেটিং ও পথসভা করে রাজপথে অবস্থান নেয়। হরতাল চলাকালে শহরে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।

কেএস 

Link copied!