Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহালছড়িতে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৬:১৫ পিএম


মহালছড়িতে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার

খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন মহালছড়ি সদর ইউনিয়নের মহালছড়ি ২৪ মাইল ৯নং ওয়ার্ডস্থ ইসিবি স্কায়ার-পূর্ব পাশের খাগড়াছড়ি টু রাঙ্গামাটি সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১২০ লিটার চোলাই মদসহ জবা চাকমা (২২) কে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৫সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে মহালছড়ি থানার উপ-পরির্দশক এসআই আরাফাতবিন ইউসুফ এর নেতৃত্বে মহালছড়ি থানাধীন মহালছড়ি সদর ইউনিয়নের ২৪ মাইল ৯নং ওয়ার্ডস্থ ইসিবি স্কায়ার পূর্ব পাশের খাগড়াছড়ি টু রাঙ্গামাটি সড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১২০ লিটার চোলাই মদসহ জবা চাকমা (২২)কে আটক করা হয়।

আটকৃত জবা চাকমা মহালছড়ি ইউনিয়নের ২৪ মাইল, ৯নং ওয়ার্ডের  বাবু মারমার স্ত্রী পলাতক ২ নং আসামী বাবু মারমা (৩০) একই এলাকার, ক্যথোয়াই মারমার, ছেলে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুন উর রশীদ জানান, আসামির বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয় হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

কেএস 

Link copied!