Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৬:৫৯ পিএম


গফরগাঁওয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিগ্রি পরীক্ষায় ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সকালে আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে থেকে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও কক্ষ পরিদর্শক আরশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান পরিদর্শনে আসেন। এসময় অসদুপায় অবলম্বন করায় (২২৫৪৪১৮, ২২৫৪৪৫৮, ২১৪৮২৪৩, ২১৪৮২৭২, ২১৪৮২১৪) রোলধারী ৪জন ছেলে ও ১ জন মেয়ে শিক্ষার্থীকে বহিষ্কার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান বলেন, পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসএম

Link copied!