Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পূর্ব সুন্দরবনে ৮ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৭:১৪ পিএম


পূর্ব সুন্দরবনে ৮ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শ্যালারচর এলাকা থেকে বনরক্ষীরা মঙ্গলবার দুপুরে দুই ট্রলারসহ ৮ জেলেকে আটক করেছে। আটক জেলেরা অবৈধভাবে মাছ ধরছিলো বলে জানা গেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  দুপুর সাড়ে বারোটার দিকে নিয়মিত টহল কালে সুন্দরবনের ফুসফুসেচর নামক স্থানের খালে দুটি ট্রলারকে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। ট্রলারে মাছ ধরার বৈধ কোন পাস (অনুমতি পত্র) না থাকায় বনরক্ষীরা ৮ জেলেসহ ট্রলার দুটি আটক করে শ্যালারচর টহল ফাঁড়িতে নিয়ে যায়। আটক জেলেরা হচ্ছে, এসাহাক, আসাদুল, নেসারুল, জাহিদুল, বেল্লাল জোমাদ্দার, নাছির মৃধা, হাবিব পহলান ও জসিম। এদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, ফুসফুসেচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএম

Link copied!