Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউনিয়ন পরিষদ নির্বাচন

বাউফলে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৭:৫৮ পিএম


বাউফলে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহাসিন চশমা মার্কা নিয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪হাজার ৮শ৬৯ । নিকটতম নৌকা মার্কার প্রার্থী ইব্রাহীম ফারুক পেয়েছেন ৪হাজার ৮শ ৪ ভোট । ৬৪ ভোটে হেরেছেন তিনি।

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে মঙ্গলবার এ ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিজয়ী প্রার্থী এসএম মহাসিন নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।

গত ২৭ জুলাই ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নৌকা মার্কার সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতা জোবায়দুল হক রাসেলের ইভিএম নিয়ে এক বির্তকিত বক্তব্যর কারণে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে ৭ ফেব্রুয়ারি নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকা মার্কার প্রার্থী আমির হোসেন  বিজয়ী হন। কিন্তু তিনি শপথ গ্রহণের পূর্বে ১২ ফেব্রৃয়ারি মারা যান।

এআই 
 

Link copied!