Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিংড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু

ড়া  প্রতিনিধি

ড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৯:১৪ পিএম


সিংড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
ছবি-প্রতীকী

নাটোরের সিংড়ায় হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফাতেমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (২৮) ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির হাঁস চড়াতে বাইরে যায় ফাতেমা। হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে মাঠে পড়ে থাকতে দোখে বাসায় নিয়ে আসে। পরে স্থানীয় ডাক্তার  তাকে মৃত ঘোষণা করে।

এআই 

Link copied!