বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:২০ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:২০ পিএম
বোয়ালমারীতে র্যাবের অভিযানে ১২শ` গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাদবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে র্যাবের ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
মঙ্গলবার বিকেলে র্যাব উপজেলার সাতৈর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে অভিযান চালায়।
থানা সূত্রে জানা যায়, বালিয়াপাড়া গ্রামের মো. উজ্জ্বল মোল্যা (২৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ ফরিদপুর সিপিসি২ ক্যাম্পের একটি দল মঙ্গলবার বিকেলে বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্যাকে আটক করে।
এসময় উজ্জ্বল মোল্যার হাতে থাকা বাজার করার প্লাস্টিক ব্যাগের মধ্যে সাদা পলিথিনে রক্ষিত এক কেজি ২ শ` গ্রাম গাঁজা উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত গাঁজা সহ উজ্জ্বল মোল্যাকে থানা পুলিশের নিকট হস্তন্তর করে। গভীর রাতে ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ১৯ এর ক ধারায় মামলা করেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে একমাত্র আসামি উজ্জ্বল মোল্যাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্যাকে আটক করে থানায় হস্তন্তর করে র্যাব। মামলার পরিপেক্ষিতে তাকে বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ে।
এআই