Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে ভুক্তভোগীদের মাঝে ঋণ বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৫:০৮ পিএম


রাণীশংকৈলে ভুক্তভোগীদের মাঝে ঋণ বিতরণ

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ‘বনলতা’গুচ্ছ গ্রাম ও  ‘মানিকা দীঘি’ গুচ্ছ গ্রামের অসহায় ভুক্তভোগীদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাভুক্ত গুচ্ছগ্রাম সুফলভোগীদের ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বরদ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঋণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টীভ।

এছাড়াও বিআরডিবি কর্মকর্তা নীহাররঞ্জনসহ অন্যান্য কর্মকর্তা ঋণ ভুক্তভোগীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী আপনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি আপনাদের কর্মসংস্থানের জন্য ২ টি গুচ্ছ গ্রামে ঋনের ব্যবস্থা করে দিয়েছেন। এ টাকা পাওয়ার পরে আপনারা এর সঠিক ব্যবহার করবেন। এ টাকা যেন কোনভাবে নষ্ট না করে ফেলেন সেদিকে নজর রাখবেন।

জানা যায়, এ উপজেলায় দুটি গুচ্ছগ্রামে অসহায় ভুক্তভোগীদের মাঝে প্রায় ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

কেএস 

Link copied!