Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি

নীলফামারীতে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ ভাঙার অভিযোগ

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:১২ পিএম


নীলফামারীতে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ ভাঙার অভিযোগ

নীলফামারীর সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাউদৌলা সিদ্দিকী খোকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মসজিদ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে খোকন ও সহযোগীরা গত ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ওই ইউনিয়নের  মাঝাডাঙ্গা জামে মসজিদের অর্তকিত হামলা চালিয়ে মসজিদ ঘর সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে দেয়। মসজিদ ভাঙার ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্তরা সটকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা সবদের বাদি হয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাউদৌলা সিদ্দিকী খোকন সহ ৩৬ জনের নামে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করে।

সরেজমিনে দেখা ও জানা যায়, ভাঙা অবস্থায় পড়ে আছে মসজিদ। মসজিদের নেই কোনো আসবাবপত্র। মুসল্লিদের নামাযের নেই কোনো যায়গা। জামায়াতে নামায আদায় করতে পারছে না মুসল্লীরা। ফলে তারা দূরের মসজিদ ও বাসায় নামায আদায় করছে। এতে করে ওই নামায আদায় করা প্রায় আড়াইশত মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান দাবি করে নীলফামারী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এর হস্তক্ষেপ কামনা করে।

ওই মসজিদের নামায আদায়কারী মোঃ রহিজ উদ্দিন বলেন, গত শনিবার খোকন চেয়ারম্যান ৫০-৬০ জন মানুষ নিয়ে এসে কোনো কথা নাই বার্তা নাই মসজিদ ভাঙা শুরু করে। আমরা সেময় বেশি মানুষ ছিলাম না। তখন বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে আমাদের মাড়ার হুমকি দেয়। এই জন্যে ভয়ে কেউ আর আগায়নি। আমরা সবাই অবাক হয়ে গেছি মসজিদ কেউ ভাঙে? পরে পুলিশ এসে আমাদের মসজিদের যায়গা থেকে সরে যেতে বললে আমরা সেখান থেকে চলে যাই। কিন্তু আমাদের যায়গায় আমরা মসজিদ ঠিক করতে পারছি না।আমার কিভাবে নামায আদায় করবো।

ওই মসজিদের মুসল্লী মীর সামান উদ্দিন (৭০) বলেন, এই মসজিদ ভাঙ্গার কারণে আমাদের নামায আদায় করার কোনো যায়গা নেই। আমরা জামায়াতের মাধ্যমে পাচ ওয়াক্ত নামায আদায় করতে পারছি না। আবার সামনে জুম্মাার দিন আসতেছে চিন্তা করতেছি কোথায় নামায আদায় করবো। আমরা এমপি আসাদুজ্জামান নূরের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেনো দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে দেন।

ওই এলাকার যুবক নূর আলী (২৪) বলেন, খোকন চেয়ারম্যানের লোকজন যখন মসজিদ ভাঙ্গতে শুরু করে তখন আমরা মোবাইল দিয়ে ভিডিও করতে ধরলে তারা আমাদের মোবাইল কেড়ে নেয়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা সবদের বলেন,‘দীর্ঘ ১৯৬৫ সাল থেকে এই মসজিদে আমাদের বাপ দাদারা নামায আদায় করে আসছে। কিন্তু হঠাৎ করে খোকনের গুন্ডা পান্ডারা এসে আমাদের মসজিদ ভেঙে দেয়। মসজিদের ভেতরে থাকা আলমারি ভাঙ্গচুর করে। মসজিদের পানি উঠানো মটোর, ফ্যান সহ মসজিদের দান বক্সের টাকা লুট করে নিয়ে যায়। আমাদের মুসল্লীরা নামায আদায় করতে পারছে না। আমাদের মসজিদের ঘর আমরা ঠিক করতে পারছি না খোকনের গুন্ডা বাহিনীর জন্যে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ও আমাদের এমপি নূর ভাইয়ের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আর আমরা যেনো দ্রুত মসজিদ ঠিক করে নামায আদায় করতে পারি সে ব্যবস্থা তারা যেনো করে দেয় এটা আমাদের জোর দাবি।

জানতে চাইলে খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অভিযুক্ত আশফাউদৌলা সিদ্দিকী খোকনের সাথে কথা হলে তিনি বলেন, গত দুই বছর আগে মসজিদটি পাকা করনের জন্য ভাঙা হয়। এমত অবস্থায় মুসল্লীরা অন্য যায়গা নামায আদায় করছিলো। কিন্তু এরই মধ্যে একটি দল মসজিদটি দখলের জন্য সেখানে একটি টিনের চালা দেয়। গত শনিবার মুসল্লীরা ওই জমি দখলদারীদের কাছ থেকে দখলমুক্ত করে।

কেএস 

Link copied!