Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৭:৪৫ পিএম


মাটিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুন্নি আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় মুন্নি আক্তারের পিত্রালয়স্হ বসতঘরের ৩য় কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত মুন্নিআক্তার তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা মনির হোসেন এর মেয়ে ও একই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন এর স্ত্রী।

নিহত মুন্নি আক্তারের দেড় বছরে একটি সন্তান রয়েছে বলে পারিবারের সাথে কথা বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর সহযেগিতায় থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার তাহার পরিবারের সদস্যদের অজান্তে পিত্রালয়ের বসত ঘরের ৩য় কক্ষের তীরের সাথে গলায় ওড়না দ্বারা পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান।

গৃহবধূ মুন্নি আক্তারের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রহিয়াছে।

কেএস 

Link copied!