Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৮:১৭ পিএম


নাটোরে ৮০০ শিক্ষার্থীর বাল্য বিয়ে বিরোধী শপথ!

নাটোরে ৮০০ শিক্ষার্থী এক সমাবেশে ‘বাল্য বিয়েকে না বলছি ও বলবো’-বলে শপথ নিয়েছে। বুধবার সকাল দশটায় শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাল্য বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত এই সমাবেশে এই শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি‍‍`র জেলা সন অমর ডি কস্তা, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৮০০ শিক্ষার্থী বাল্য বিবাহ বিরোধী শপথ গ্রহণ করে এবং বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।

এসএম

Link copied!