Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ঝালকাঠিতে জাল টাকা দিয়ে ধারের টাকা পরিশোধ, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৮:২৯ পিএম


ঝালকাঠিতে জাল টাকা দিয়ে ধারের টাকা পরিশোধ, আটক ১

ঝালকাঠির রাজাপুরে সুবর্ণার ধারের টাকা জাল টাকার নোট দিয়ে পরিশোধ করায় বিউটি নামের একজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। জাল টাকার নোট দিয়ে ধারের টাকা পরিশোধ করে নিজেকে সুরক্ষিত রাখতে থানায় অভিযোগ করে পাওনাদার সুবর্ণার বিরুদ্ধে অভিযোগ করে বিউটি। গত সোমবার রাতে থানায় জাল টাকা দিয়ে ফাঁসানোর অভিযোগ করলে মঙ্গলবার বিকালে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায় এবং উভয় পক্ষের পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে।

তারা হলেন বিউটি মিস্ত্রী, বিপুল হালদার, বিপ্লব হালদার, সুবর্ণা হালদার, সাইফুল খান। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় বিউটি মিস্ত্রিকে আটক করে পুলিশ। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় ঘটনা ঘটেছে। রাজাপুর থানার এসআই সুমন বাদী হয়ে বিউটি মিস্ত্রিকে আসামী করে মামলা দায়ের করে। বুধবার দুপুরে বিউটিকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

স্থানীয়রা জানায়, নৈকাঠির ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে গত পাঁচ মাস পূর্বে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেয়। গত ১৫ দিন পূর্বে বিউটি ঐ টাকা পরিশোধ করেন সাথে আরো ৭ হাজার পুরাতন টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেয় সুবর্ণাকে। সুবর্ণা না বুঝে টাকা রেখে দেয়।

গত সোমবার ঐ টাকা থেকে সুবর্ণা একটি পাঁচশত টাকার নোট নিয়ে দোকানে যায়। দোকানদারের কাছ থেকে সুবর্ণা জানতে পারে পাঁচশত টাকার নোটটি জাল। তখন তার বাসায় রাখা আরো অন্য টাকাগুলো যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। পরে বিষটি স্থানীয় চেয়ারম্যানকে জানায় সুবর্ণা। এতে নিজেকে নির্দোষ রাখতে সুবর্ণার নামে রাজাপুর থানায় অভিযোগ করেন বিউটি।

অভিযোগ তদন্তে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মূল রহস্য উদঘাটন করে বিউটিসহ উভয় পক্ষের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয়া হয়। অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে রাজাপুর থানা পুলিশ বিউটিকে দোষী প্রমাণিত করে আটক করে এবং বাকিদের ছেড়ে দেয়। বিউটি এর আগেও ইসলামি ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার ব্যবহার করেছিল বলেও স্থানীয়রা জানায়।

এ ব্যাপারে বিউটি মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানায়, ঐ টাকা গুলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ নেয়া হয়েছে।

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, নগদ নয়, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা কামাল বলেন, প্রকৃত অপরাধী বের করতে মঙ্গলবার বিকালে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছিলো। এদের মধ্যে বিউটি তার নিজের বক্তব্য প্রদানকালে জড়িয়ে পড়লে তাকে আটক করা হয়। রাজাপুর থানার এসআই সুমন বাদী হয়ে বিউটি মিস্ত্রিকে আসামি করে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিউটিকে আদালতে সোপর্দ করে।

এসএম

Link copied!