Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২২, ১১:১১ এএম


সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

সড়ক দুর্ঘটনায় খুলনার খানজাহান আলী থানার এসআই আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় খানজাহান আলী থানার আফিল গেট বাইপাস সড়কে দায়িত্ব পালনের সময় তিনি ট্রাকের ধাক্কায় নিহত হন থানা সূত্রে জানা যায়।

নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। ব্যক্তিগত জীবনে এসআই আব্দুল হক ১ ছেলে ৩ মেয়ের জনক ছিলেন।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

কেএস 

Link copied!