Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২২, ০১:৫৮ পিএম


আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৃজন মোল্লা (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এমরান মোল্লা নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। সে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরা ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৃজন মোল্লা একই গ্রামের বাহার মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আলামিন মিয়া জানান, ধাতুর পহেলা এলাকায় একটি ওয়ার্কশপে সৃজন মোল্লা ও তার চাচাতো ভাই এমরান মোল্লা কাজ করছিলেন। এ সময় ইমরান মোল্লা হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন সৃজন। পরে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার সৃজনকে মৃত ঘোষণা করে। এমরানের অবস্থাও আশংকাজনক।

স্থানীয়রা জানান, মৃত সৃজন মোল্লার বাবা বাহার মোল্লা দশ বছর আগে ঘরের চালায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে তিনি পুঙ্গ জীবনযাপন করছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সঞ্জীব দেবনাথ সিজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। স্বজনরা সৃজনের মৃতদেহ নিয়ে গেছেন বলেও তিনি জানান।

কেএস 

Link copied!