Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২২, ০৬:৫৪ পিএম


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরে ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বাজেট ঘোষণা করেন। বাজেটে পরিষদের সংস্থাপনা ব্যয়, উন্নয়ন ব্যয় ও আপদকালীন ব্যয় মিলে মোট ১৩টি খাতে ৮৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে সরকারের কাছে থোক বরাদ্দ পাওয়ার প্রস্তাব করা হয়েছে। এবারের ব্যয় প্রস্তাব গত বছরের তুলনায় সাড়ে ৫ কোটি টাকা বেশি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৬৮ কোটি এবং সংস্থাপনা ব্যয় ১০ কোটি, আপদকালীন ব্যয় ২ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয় তিন কোটি এবং সরকারের থোক বরাদ্দ ৮০ কোটি টাকা। বাজেটে শিক্ষা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে সর্বোচ্ছ গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য অংসু চাইন চৌধুরী, ঝর্না খীসা, বিপুল  ত্রিপুরা, আব্দুর রহিম, আসমা আক্তারসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম

Link copied!