Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপির মিছিলে গুলি করা সেই ডিবি কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২২, ১১:৩৫ এএম


বিএনপির মিছিলে গুলি করা সেই ডিবি কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ বিএনপির সংঘর্ষের সময় রাইফেল দিয়ে গুলি করা ডিবির উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনকে ডিবি থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফখরুদ্দিন ভূইয়া।

এদিকে পুলিশ বিএনপির সংঘর্ষের সময় কনক হাতে লাঠি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে অপর এক পুলিশ কনস্টেবলের থেকে তিনি রাইফেল নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর গুলি করেন। এ ঘটনায় মারা যায় যুবদল নেতা শাওন। ওই ঘটনার পর গণমাধ্যম কর্মীদের একটি বিডিওতে কনকের রাইফেল থেকে গুলি করার বিষয়টি দেখা যায়।

বিডিও স্থিরচিত্রে আরো দেখা যায় বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তখন কনক সরাসরি রাইফেল তাক করে বিএনপির নেতাকর্মীদের উপর গুলি করছেন।

ডিবির সূত্রে জানাগেছে, এই কনক ঘটনার চার পাঁচ দিন আগে ভোলা থেকে নারায়ণগঞ্জ ডিবি যোগ দেন। তিনি ভোলায় থাকাকালীন সময়ে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা কর্মী মারা যায়। তবে ওই সময়ে কনক গুলিতে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

এসএম

Link copied!