Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধ্বংস করা হবে বন্দরের কনটেইনারের পণ্য

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৩:১২ পিএম


ধ্বংস করা হবে বন্দরের কনটেইনারের পণ্য

চট্টগ্রাম বন্দরে কাঁচামাল জাতীয় পণ্য আমদানির পর খালাস না নেওয়া ৩৮২ কনটেইনার নষ্ট পণ্য আগামীকাল ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টম হাউস।

১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার, ৩২টি ড্রাই ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় রয়েছে। এসব কনটেইনারের সব পণ্য নষ্ট ও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি।

কাস্টম হাউসের ডিসিপি মো. মাহফুজ আলম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত পণ্য ধ্বংস কমিটি গত ২৯ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী কনটেইনারগুলোর পণ্য হালিশহর আনন্দবাজারে চসিকের ডাম্পিং জোনে ধ্বংস করা হবে। দিনে ২৫-৩০টি কনটেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে।

কেএস

Link copied!