Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৩:৫২ পিএম


বরিশালে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শনিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের সভা কক্ষে বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি এডভোকেট মজিবুর রহমান নান্টু।

বরিশাল জেলা দক্ষিণ মহিলা দলের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, সদর বিএনপির টিম লিডার ও জেলা বিএনপি সদস্য এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা মহিলা দল সহ-সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক রেশমা বেগম, দপ্তর সম্পাদক শিউলি হাওলাদার, বরিশাল সদর মহিলা দল নেত্রী হোসনে আরা। এর পর্বে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ। পরে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বরিশাল প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসএম

Link copied!