Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হারিয়েছে পথ, পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৫:৪৩ পিএম


হারিয়েছে পথ, পরিবারের কাছে ফিরতে চায় সাব্বির

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব্বির নামে ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছেন না। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘুরাঘুরি করতে দেখেন। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেন না। পরবর্তিতে স্থানীয়রা তাকে থানায় রেখে যান। তবে তাকে কোথা থেকে পেয়ে এলাকার লোকজন পুলিশের কাছে এনেছেন, তা বলতে পারেননি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শিশুটি বাড়ির পথ ও ঠিকানা হারিয়ে ফেলেছে। এখন তার বাড়ি কোথায় তা বলতে পারছে না। প্রশ্ন করলে চুপচাপ থাকছে। তাকে আমরা আমাদের হেফাজতে রেখে দিয়েছি। তার অভিভাবকের খোঁজ পেলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।

কেএস 

Link copied!