Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাদারীপুরে বিচারপতি দোলনকে সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৫:৪৭ পিএম


মাদারীপুরে বিচারপতি দোলনকে সংবর্ধনা

মাদারীপুরে অতিরিক্ত বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পৌরসভার আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মাদারীপুরের কৃতি সন্তান এসএম মাসুদ হোসাইন দোলন।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ অনেকেই।

প্রসঙ্গত, ৩১ জুলাই সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এসএম মাসুদ হোসাইন দোলনসহ সারাদেশের ১১জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তারা আগামী দুইবছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কেএস

Link copied!