সেপ্টেম্বর ১০, ২০২২, ০৬:১২ পিএম
নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লালপুর, চরমান্দালীয়া ইউনিয়নের চরমান্দালীয়া ও খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটি পাড়া গ্রামের ৩ জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এছাড়া খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামের শিল্পী বেগমকে ১ টি সেলাই মেশিন দেয়া হয়। তাদের এসব উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
জানা যায়, কাজী মো. মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে মনোহরদী ও বেলাব উপজেলা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। করোনাকালে তিনি ধারাবাহিকভাবে সাধারণ মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।
কাজী মো. মাজহারুল ইসলাম জানান, যুবলীগের মানবিক কাজের অংশ হিসেবে এবং আমার ব্যক্তিগত আগ্রহে মনোহরদী ও বেলাব উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব সময়।
অসহায় মানুষের পাশে এমন কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, যাতে ঘুরে দাঁড়াতে পারে। এ পর্যন্ত ৩৩ জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
টিএইচ