Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাটমোহরে বজ্রপাতে নারীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:৩৯ পিএম


চাটমোহরে বজ্রপাতে নারীর মৃত্যু

পাবনার চাটমোহরে বজ্রপাতে ফুলমালা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কেসমত আলীর স্ত্রী।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে বাবা মৃত জামাত আলীর বাড়িতে বসবাস করতেন ফুলমালা বেগম। শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফুলমালা বেগম। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে পানির মধ্যে মৃত অবস্থায় দেখে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন।

কেএস 

Link copied!