Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পুনরায় টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন ফারুক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৯:৪৫ পিএম


পুনরায় টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন ফারুক

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ফারুককে এই মনোনয়ন দেয়া হয়।

মুঠোফোনে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় প্রবীন এই রাজনীতিবিদের নাম ঘোষণা হওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। তারা বিভিন্ন ভাবে তাদের উল্লাস প্রকাশ করতে শুরু করছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ১২ উপজেলায় সাধারণ সদস্য পদে ১২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হবেন। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় মোট ভোটার ১ হাজার ৭২২ জন।

কেএস 

Link copied!