Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪,

পুকুর ভরাটে পরিবেশ অধিদপ্তরের মামলা, আটক ৩

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:৩৯ এএম


পুকুর ভরাটে পরিবেশ অধিদপ্তরের মামলা,  আটক ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার জালালাবাদে পুকুর ভরাটের দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে বায়েজিদ থানায় এই মামলাটি দায়ের করেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, জহিরুল ইসলাম (৩৮), মো. সাদ্দাম (২৬) ও আক্তার(৩৬)।অপর অভিযুক্তরা হলেন -মো. জামাল উদ্দিন (৪২), মো. মোজ্জাম্মেল (৪৩), মো. আজগর হোসাইন (৫৬),ও মো. আজম খান (৫০)।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান,গতকয়েকদিন ধরে জালালাবাদ এলাকায় মাটি দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল।খবর পেয়ে পরিদর্শনে গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক মাটি দিয়ে পুকুরটি ভরাটের কাজ করছে। ট্রাকের মাধ্যমে অন্য জায়গা থেকে মাটি এনে পুকুর ভরাটের কাজ চলছিল। পুকুরটির প্রায় ৯০ শতাংশ মাটি ও বালি ফেলে ভরাট করা হয়েছে।

ইএফ

Link copied!