Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খুলনা বিআরটিএ অফিস থেকে ২৫ দালাল আটক

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৫:৫১ পিএম


খুলনা বিআরটিএ অফিস থেকে ২৫ দালাল আটক

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ২৫ জন দালালকে আটক করেছে র‌্যাব। পরে এর মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদণ্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৫ জনের বিরুদ্ধে অপরাধ প্রামানিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!