Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের উপশাখার উদ্বোধন

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৭:১৬ পিএম


তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের উপশাখার উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড পঞ্চগড় জেলা শাখার অধীনে তেঁতুলিয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর)  তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের মোস্তফা টাওয়ারে এই উপশাখার উদ্বোধন করা হয়েছে।

ন্যাশনাল  ব্যাংক তেঁতুলিয়া উপ শাখার ব্যাপস্থাপক শামসুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপশাখার উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো.নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা।

প্রধান অতিথি বক্তব্যে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা বলেন, দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীগণের সুবিধার জন্য ন্যাশনাল ব্যাংক উপশাখার উদ্বোধন করা হয়েছে। যাতে করে ব্যবসায়ীগণ নিজ এলাকা থেকে তাদের এলসি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন করতে পারে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.মেহমুদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল,জেলা কৃষকলীগের সাবেক  সভাপতি তাজিরুল ইসলাম তাজু,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকলেছুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পঞ্চগড় ও ঠাকুরগাঁও শাখার ব্যাবস্থাপক এবং স্থানীয় সুধী বৃন্দ। 

এআই
 

Link copied!