Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে দাবায় চ্যাম্পিয়ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:৩০ পিএম


বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে দাবায় চ্যাম্পিয়ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

মুজিববর্ষ ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‍‍`বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ‍‍`কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। খেলায় প্রতিপক্ষ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।

বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী আরও জানান, রবিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক বিজন কুমার।

এসএম

Link copied!