Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৫:১৯ পিএম


চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা ও মেহেরপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলোর নিচতলার একটি শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই শয়নকক্ষে দীর্ঘদিন ধরেই রাত্রিযাপন করতেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে তিনি তার কর্মস্থল চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে উপস্থিত না হলে অফিসের সহকর্মীরা মোটরযান পরিদর্শকের নম্বরে কল করেন। ফোনে সাড়া না পেয়ে ডাকবাংলোতে এসে দেখা যায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের মরদেহ উদ্ধার করে। এ সময় বিআরটি ‘র কর্মকর্তা-কর্মচারী ও একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্ত করা হবে। তারপরই বিস্তারিত জানা যাবে।’

কেএস

Link copied!