Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজারহাটে ফার্মেসী হতে অনুমোদনহীন ঔষধ জব্দ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:০৭ পিএম


রাজারহাটে ফার্মেসী হতে অনুমোদনহীন ঔষধ জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে ফার্মেসী থেকে অনুমোদনহীন(নকল) কয়েক বক্স ঔষধ জব্দ করেন কুড়িগ্রাম ঔষধ প্রশাসন টিম।

গতকাল রোববার(১১সেপ্টম্বর) সকাল১১টা ৩০ মিনিটে উপজেলার সিংগারডাবড়ীহাট বাজারের ঔষধ বিক্রেতা বদিউজ্জামান বদির এবি ফার্মেসী থেকে নকল ঔষধ জব্দ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স নিয়ে যান কুড়িগ্রাম ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ জাহিদ হায়দার।

কুড়িগ্রাম ড্রাগ প্রশাসন অফিস সুত্রে  জানাগেছে অনুমোদনহীন নকল ঔষধ বিক্রির অপরাধ ও লাইসেন্স নবায়ন না থাকায় এবি ফার্মেসীকে সরকারি বিধি মোতাবেক শোকজ ও জরিমানার চিঠি প্রদান করা হয়েছে। জরিমানা অর্থ সোনালি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
 

 আমারসংবাদ/আরইউ

Link copied!