Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০২:০৯ পিএম


নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার

নিখোঁজের ২৬ দিন পর কওমী মাদ্রাসার শিক্ষার্থী আঁখি আক্তারকে (১৫) উদ্ধার করেছে নেত্রকোনার বারহাট্টা থানার পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এরআগে সোমবার নিখোঁজ মেয়েটিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগীকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া আঁখি আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত ফজল হকের মেয়ে।

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বারহাট্টা থানা এলাকার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসাছাত্রী আঁখি আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর সন্ধান না পাওয়ায় তার মা নুরেজা আক্তার গত শুক্রবার বারহাট্টা থানায় নিখোঁজের জিডি করেন। ওই জিডির পর উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ তরুণীকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, এই ঘটনায় ওই ছাত্রীর মা নুরেজা আক্তার আশঙ্কা করছিলেন যে মেয়েটি হয়তো কোনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার ওই ছাত্রীকে ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!