Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে নবাগত পুলিশ সুপারের থানা পরিদর্শন ও মতবিনিময়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৩:৩৫ পিএম


বাকেরগঞ্জে নবাগত পুলিশ সুপারের থানা পরিদর্শন ও মতবিনিময়

বরিশালের বাকেরগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) থানা পরিদর্শন ও সুধীজন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১টায় বাকেরগঞ্জ থানা কমপ্লেক্স পরিদর্শন শেষে হলরুমে ওসি (তদন্ত)  সত্য রঞ্জন খাসকেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক পংকজ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর জিয়াউর রহমান রিপনসহ স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশের বিরুদ্ধে কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবেনা।জনগনের যে কোন দুঃসময়ে পুলিশ জনগনের পাশে ছিল এবং থাকবে।

কেএস 

Link copied!