Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৫:১৫ পিএম


মাধবপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে মোঃ তফছির মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মাধবপুর থানার পুলিশ উপজেলার শাহজিবাজার এলাকার গ্যাস ফিল্ডের একটি তেলের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো: জলিল মিয়ার পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, মোঃ তফছির পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করতেন। রবিবার (১১ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকাল ৮ ঘটিকার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

৪ ছেলে, ১ মেয়ের মাঝে তফছির সবার বড়। বড় ছেলেকে হারিয়ে তিনি তফছিরের মা এখন পাগল প্রায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে সিসি ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকে তফছির মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কেএস 

Link copied!