Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মাদারীপুরে প্রবাসীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৬:১৯ পিএম


মাদারীপুরে প্রবাসীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ

জমি-জমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ড. বদরুজা নাসরিন (৬৪) নামে এক নেদারল্যান্ড প্রবাসীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই মোবা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন ওই প্রবাসী। এদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অপরদিকে প্রভাবশালীদের হুমকির ভয়ে প্রবাসী ড. বদরুজা নাসরিন তার নিজ বাড়ি ছেড়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে ওই প্রবাসীকে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ওই প্রবাসী। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী প্রবাসী ড. বদরুজা নাসরিন।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার লক্ষ্মীপুর পখিরা গ্রামের সরদার মো. বদিউজ্জামানের মেয়ে ড. বদরুজা নাসরিন দীর্ঘদিন যাবত নেদারল্যান্ডে বসবাস করে আসছেন। কিন্তু সে গত ২১ জুলাই তার ভাই ওহিদুজ্জামান বাবুল মারা গেলে সে দেশে আসেন। পরে তার মৃত্যু ভাইয়ের নামে দোয়া ও মিলাদের বিষয় নিয়ে গত ১৬ আগস্ট দিবাগত রাতে তার নিজ বাড়িতে পরিবারের লোকজন নিয়ে আলোচনায় বসেন। এসময় একদল দুর্বৃত্ত তার বাড়ির পিছনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এই মোবা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন ওই প্রবাসী। এদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অপরদিকে প্রভাবশালীদের হুমকির ভয়ে প্রবাসী ড. বদরুজা নাসরিন তার নিজ বাড়ি ছেড়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে ওই প্রবাসীকে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী ড. বদরুজা নাসরিন। এই বোমা বিস্ফোরণের ঘটনায় প্রবাসীর পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

নেদারল্যান্ড প্রবাসী ও মামলার বাদী ভুক্তভোগী ড.বদরুজা নাসরিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি নেদারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার গ্রামের বাড়ির পাশে বেশ কয়েকজন প্রভাবশালীদের সঙ্গে আমার জমি-জমা নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে আমার কিছু গাছ কেটে ফেলাসহ বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে আসছে। আমার বাড়িতে বেশ কয়েকজন দুর্বৃত্তরা রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় থানায় মামলা করলে তা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে প্রভাবশালীরা। তাই আমি এখন আমার জীবনের নিরাপত্তার জন্য বাড়ি ছেরে ঢাকায় অবস্থান করছি। তবে আমি কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ সবার সার্বিক সহযোগীতা পেয়েছি। এ কারণে থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নেদারল্যান্ড প্রবাসী ড. বদরুজা নাসরিনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মমলা হয়েছে ও গাছ কাটার বিষয় জিডি নেয়া হয়েছে। তার নিরাপত্তার জন্য থানা পুলিশ সব সময় কাজ করছে। তবে হুমকির বিষয় থাকলে সে অভিযোগ দিলে তাও নেয়া হবে।

এসএম

Link copied!