Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

গোসাইরহাটে সার ডিলারের জরিমানা ও লাইসেন্স জব্দ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:০২ পিএম


গোসাইরহাটে সার ডিলারের জরিমানা ও লাইসেন্স জব্দ

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে মোঃ ছালাম জমাদারের লাইসেন্স জব্দ করা হয়।এছাড়া ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এই ভ্রমমাণ আদালত টি পরিচালিত হয়।

স্থানীয় ও ভ্রমমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি ভাবে গোসাইরহাটে সার মজুদ রয়েছে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে গোসাইরহাটের নাগেরপাড়ায় সারের দোকানে অভিযান চালায় ভ্রমমাণ আদালত। এর সত্যতা পেয়ে মোঃ ছালাম জমাদারের লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাফী বিন কবির, সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শাহাবুদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, আমরা সংবাদ পাই গোসাইরহাটের নাগেরপাড়ায় সারের দাম সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে এক ডিলার। আমরা এসে তার সত্যতা পাই। দোকানির লাইন্সেস জব্দ ও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সারের মজুদ ও মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এসএম

Link copied!