Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে নব নিযুক্ত পুলিশ সুপারকে পুনাকের বিশেষ সংবর্ধনা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:০৫ পিএম


খাগড়াছড়িতে নব নিযুক্ত পুলিশ সুপারকে পুনাকের বিশেষ সংবর্ধনা

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা সভানেত্রী রেহানা ফেরদৌসী খাগড়াছড়ি জেলা নব নিযুক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএমকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন।

মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজনে পুনাকের জেলা কার্যালয়ে খাগড়াছড়ি জেলা নব নিযুক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা সভানেত্রী  রেহানা ফেরদৌসী।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নব নিযুক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএময়ের স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসির দুই কল্যাণ  নাহিয়ান আনবার নিধী, রায়না আমব্রীন নেহা, উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপারকে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সংবর্ধনা অনুষ্ঠানে পুনাকের বিভিন্ন সমস্যার কথা অবগত করেন।

প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন, পুনাকের সমস্যা গুলো অগ্রধিকার ভিত্তিতে অতিদ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এসএম

Link copied!