Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:১৩ পিএম


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী সহ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

কেএস 

Link copied!