Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:৩০ পিএম


টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ  দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় দেন।

এছাড়া দণ্ডপ্রাপ্ত ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩  জনকে  খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু, একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর। 

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন, শমশের আলী, মোহাম্মদ মাসুদ এবং মোহাম্মদ নান্নু মিয়া।

রাষ্ট্রের পক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার জানান, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টু নেতৃত্বে জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার ২ জনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে  খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী  মিন্টু আদালতে উপস্থিত থাকলেও  অপর আসামী শুকুর পলাতক রয়েছেন।

এসএম

Link copied!