পার্বত্যাঞ্চল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৪:৫৬ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৪:৫৬ পিএম
মুজিব বর্ষে বাংলাদেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২২-২২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় পর্যায়ে চাষের জন্য মাছের পোণা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোণা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোণা বিতরণ করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এসময় খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সুদৃষ্টি চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা সহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা মৎস্য বিভাগের পক্ষথেকে উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২০০ কেজি রুইজাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, খাগড়াছড়ি, উপজেলা মৎস্য কর্মকর্তা, মাটিরাঙ্গা,উপজেলা নির্বাহী অফিসার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলার অফিসার বৃন্দ।
কেএস