Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৯:২৯ পিএম


চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে ডোবার পানিতে ডুবে নুর ইসলাম নামে চার বছরের এক শিশু মারা গেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের মিরাজুল ইসলামের ছেলে নুর ইসলাম।

ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবা মিরাজুল ইসলাম মাছ ধরার জন্য বিলে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার চার বছরের শিশু সন্তান নুর ইসলামও তার পেছন পেছন বের হয়।

এ সময় শিশু নুর ইসলাম তার বাবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিন্তু মিরাজুল সেটি খেয়াল না করে মাছ ধরতে চলে যায়।

কিছুক্ষণ পর শিশুটির মা তাকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে। এক পর্যায়ে ডোবার মধ্যে নুর ইসলামকে ভাসতে দেখেন। তার চিৎকারে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!