Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫৪৭৭ জন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:০১ পিএম


মাগুরায় এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫৪৭৭ জন

মাগুরা জেলায় বেলা ১১টায় শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এ জেলা সর্বমোট ১৫৪৭৭ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী।

মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর দৈনিক আমার সংবাদের এক সাক্ষাৎকারে জানিয়েছেন। বৈরী আবহাওয়া কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে এসেছেন পরীক্ষার্থীরা। এ পরীক্ষাকে কেন্দ্র করে মাগুরা শহর জুড়ে নিরাপত্তা সহ জেলা প্রশাসন জেলা পুলিশ এবং মাগুরা জেলা শিক্ষা অফিস সমন্বয়ে কাজ করছেন।

এ জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে সদরে ৪হাজার ৯ শত ৫০ জন। এসএসসি পরীক্ষার্থী ১১হাজার ৮শত ৪জন, দাখিল ১ হাজার ৯ শত ৯জন, ভকেশনাল পরীক্ষার্থী অংশ নিয়েছেন ১ হাজার ৭ শত ৬৪জন সর্ব মোট ১৫হাজার ৪ শত ৭৭ জন।

যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক পরীক্ষার্থী এবং তার অভিভাবকরা সময়ের প্রতি গুরুত্ব দিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা থাকছে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।

কেএস 

Link copied!