Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে প্রথমদিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৫২ শিক্ষার্থী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০২:২২ পিএম


মির্জাপুরে প্রথমদিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৫২ শিক্ষার্থী

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমদিনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৬৬৪জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে, ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর
উপজেলার ৫৫টি বিদ্যালয় থেকে ৫৭১৬ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে এসএসসি (জেনারেল) ৫০১৭, দাখিল ৩৬৫ ও ভোকেশনাল বিভাগে ৩৩৪ জন পরীক্ষার্থী ছিলো। প্রথম দিনের পরীক্ষায় এসএসসি ৪৯৮১, দাখিল ৩৫৭ ও ভোকেশনাল বিভাগ থেকে ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত ৫২ শিক্ষার্থী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা তৎপর রয়েছে।

কেএস 

Link copied!