Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে ৩টি কেন্দ্রে প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৭ জন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৪:২৩ পিএম


বাহুবলে ৩টি কেন্দ্রে প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৭ জন

সারাদেশের ন্যায় হবিগঞ্জের বাহুবলে ৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ২ হাজার ৪শ ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলা প্রথম পরীক্ষায় প্রথম দিনে ৩টি কেন্দ্রে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাহুবল উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলা প্রথম পরীক্ষায় সাতকাপন দীননাথ ইনস্টিটিউশন সরকারি মডেল হাইস্কুল ১নং কেন্দ্রে মোট(১৫০৬) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে(১৬) জন পরীক্ষার্থী অনুপস্থিত। উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ২নং কেন্দ্রে মোট(৭২৮) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে (০৮) জন পরীক্ষার্থী অনুপস্থিত। ৩নং কেন্দ্র বাহুবল ডিগ্রি কলেজ বাংলা দাখিল পরীক্ষায়(৭৩) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

বাহুবলের ৩টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বাংলা প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা শেষ হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার ৩টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুজ্জামান।

কেএস 

Link copied!