Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০২:৫১ পিএম


আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। 

ঘটনা স্থল থেকে আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ।

আলমডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। 

পরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করছি আমি। বিস্তারিত জানতে খোজ নেয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্বশক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছি। কুষ্টিয়াতে নেয়ার পর তার মৃত্যু হয়েছে।

তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি। বিস্তারিত জানতে এবং অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

 

টিএইচ

Link copied!