Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৬:৪৯ পিএম


ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় হাইমচরের নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার আটক হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ জানায়, পূর্বের মামলা নং-৩/১৩৮,(০২-০৭-২০২১)। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম।

জানা যায়, ওই মামলার অন্যতম আসামি সোহাগ বেপারী আদালতে স্বীকারোক্তিতে মোট ৮/১০ এর মধ্যে সালাহউদ্দিন সরকারকে আটক করা হয়। আটক এই আসামি সালাহউদ্দিন সরকার চাঁদপুরের হাইমচরের কামাল সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

এসব তথ্য জানিয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, সালাহউদ্দিন সরদারকে কিছুক্ষণ আগে ডাকাতি মামলায় আটক করি। তাকে আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।

এসএম

Link copied!