Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সালথায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৭:৫৩ পিএম


সালথায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও মেম্বার গট্টির মাঝামাঝি এলাকায় সড়কের পাশ থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার সালথা থানার পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বিকালে মেম্বারগট্টি এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- সড়কের পাশে খাদের মধ্যে কচুরিপানার ভিতরে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ লাশটি উদ্ধারে যান। রিপোর্ট টি লেখা পর্যন্ত লাশ উদ্ধার পক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরনে জিন্সের নীল রংঙ্গের প্যান্ট, গায়ে খয়রি রঙের গেঞ্জি । পুলিশ বলছে, নিহতের গলায় কাটা চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক দুই বা তিনদিন আগে কেউ মেরে লাশ ফেলে রেখে গেছে। কচুরিপানার মধ্যে লাশটি ফুলে যাওয়ায় ভেসে উঠেছে।

সালথা থানার এস আই সৈয়দ আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না অন্য কোন কারন। লাশটি এখনো শনাক্ত করা যায়নি।

কেএস 

Link copied!