Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২২, ১২:০০ এএম


চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠুভাবে উদযাপনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিল শেডে সংশ্লিষ্টদের সম্মিলনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক পূজায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।  

সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍‍`লাল-সবুজের আহবানে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযানের জন্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে।‍‍‍‍`

উল্লেখ্য চুয়াডাঙ্গায় এ বছর ১২৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবিও মাঠে কাজ করবে। প্রতিটি পূজা মন্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, এনএসআইয়ের ডিডি মো. জিএম জামিল সিদ্দিক, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুর জামান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. তরফদার আলমগীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, সকল অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসাররা।

ইএফ

Link copied!