Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় পিকআপ চাপায় বাইকচালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:৩০ পিএম


ভালুকায় পিকআপ চাপায় বাইকচালক নিহত

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় নাঈম (৩০) নামে এক বাইক চালক নিহত এবং আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায় অজ্ঞাত পিকআপ ভ্যান বাইকটিকে পিছনদিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাঈম মারা যান এবং সজিব গুরুতর আহত হন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এআই 

Link copied!